বিয়ে বাড়ি, মেলা সহ বেশ কিছু ক্ষেত্রে নির্দেশ শিথিল করলেও জারি থাকছে বিধিনিষেধ 

রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে কয়েকটি ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ লাগু থাকবে। 

জানা গিয়েছে, বিয়ে বাড়ির ক্ষেত্রে কিছুটা নিয়ম শিথিল করা হয়েছে। আগে বিয়ে বাড়িতে নিমন্ত্রিতের সংখ্যা সর্বাধিক ৫০ জন করা হয়েছিল, নতুন নিয়মে সেটি বাড়িয়ে ২০০ করা হয়েছে। একই সঙ্গে মেলার ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে। খোলা প্রাঙ্গনে মেলা করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। যদিও আগের মতোই জারি থাকছে নাইট কার্ফু। 

সেলুন, বিউটি পার্লারগুলি ৫০% গ্রাহক নিয়ে আগেই খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। নতুন নির্দেশে তাই বহাল থাকছে। সেই সঙ্গে সিনেমা, পানশালা, রেস্তোরাঁর ক্ষেত্রে আগের মতোই ৫০% নিয়ে খোলা রাখার কথা বলা হয়েছে। যদিও নতুন নির্দেশেও স্কুল কলেজ নিয়ে কিছু বলা হয়নি। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। 

Comments are closed.