আলিপুরের মতোই প্রতিটি জেলেই তৈরি হবে সংগ্রহশালা; উদ্যোগে রাজ্য সরকার 

আলিপুর জেল মিউজিয়াম ইতিমধ্যেই শহরবাসীর অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে। ছুটির দিন তো বটেই অন্যান্য দিনেও সেখানে ভিড় জমাচ্ছে অগুনতি মানুষ। আলিপুর জেল মিউজিয়ামের অনুকরণেই এবার রাজ্যের বাকি সংশোধনাগারেও তৈরি হবে সংগ্রহশালা। রাজ্যের কারাগার দফতর এমনটাই পরিকল্পনা করেছে বলে খবর।

স্বাধীনতার সময়ে কলকাতা সহ জেলার জেলগুলোতেও স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন। কার্যত প্রতিটি জেলেরই একটি ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে। সেই ইতিহাসই সাধারণের সামনে তুলে ধরতে চাইছে রাজ্য।

নবান্ন সূত্রে খবর, কোন কোন জেলে বিপ্লবীরা বন্দি ছিলেন। স্বাধীনতার সঙ্গে সেই জেলার ইতিহাস কীভাবে জড়িয়ে তা নিয়ে একটি তালিকা প্রস্তুতি শুরু হয়েছে। বন্দি বিপ্লবীদের সংগ্রামী জীবন তুলে ধরতে সংশ্লিষ্ট জেলেই একটি সংগ্রহশালা তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে বিপ্লবীরা যে যে কক্ষে বন্দি ছিলেন, সেই কক্ষগুলিতে তাঁদের নামাঙ্কিত ফলক লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

আলিপুর মিউজিয়ামের মতো পুরোপুরি সংগ্রহশালা না হলেও প্রতিটি জেলে একটি করে ছোট মিউজিয়াম তৈরি করা হবে বলার প্রাথমিক ভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে করে শহরের পাশাপাশি জেলার অনেক অজানা ইতিহাসও সামনে উঠে আসবে বলে আশা করছেন ইতিহাসবিদরা।

Comments are closed.