বড় হাওয়া বদলের ইঙ্গিত, আগামী সপ্তাহের শেষে ফের কনকনে শীত

বড় হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শেষ দিকে ফের শীতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা বলেই জানিয়েছে হাওয়া অফিস। বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা নামবে ১২ ডিগ্রির নিচে বলেই অভ্যাস দিয়েছে আলিপুর আবহাওয়ায় দফতর।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রার রবিবার থেকে সামান্য কমবে। সোমবার পারদ ২-৩ ডিগ্রি কমতে পারে। মঙ্গল ও বুধবার সামান্য বাড়বে তাপমাত্রা। এরপর সপ্তাহের শেষের দিকে ফের শীতের কনকনে ভাব উপভোগ করতে পারবে সাধারণ মানুষ। কিন্তু ফেব্রুয়ারির মাসের মধ্যে ফের বাড়বে তাপমাত্রার পারদ।

গত কয়েকবছরে এই বছর উষ্ণতম মকর সংক্রান্তি দেখেছে বাঙালি। উষ্ণতম সরস্বতী পুজো দেখেছে বাঙালি। বিগত পাঁচ বছরে এই বছর উষ্ণতম জানুয়ারি মাস। এর কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হওয়া।

Comments are closed.