এবার ‘দুয়ারে পিজি’; প্রান্তিক মানুষদের চিকিৎসা পৌঁছে দিতে গ্রামে SSKM-এর ডাক্তার 

সম্প্রতি এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে ছিলেন, মাসে অন্তত কয়েকটা দিন এসএসকেএম-এর  চিকিৎসকরা গ্রামে যাক পরিষেবা দিতে। এবার সেই মতো শুরু হয়ে গেল ‘দুয়ারে পিজির ডাক্তার’ কর্মসূচি। রাজ্যের প্রান্তিক মানুষদের কাছে পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে শুরু হয়েছে ‘দুয়ারে পিজি’। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ‘দুয়ারে পিজি’র কর্মসূচির জন্য পাইলট ব্লক হিসেবে কেশিয়াড়িকে নির্বাচন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। স্থানীয় জেলা প্রশাসন সূত্রে খবর, এসএসকেএম-থেকে ৩৮ জনের একটি প্রতিনিধি দল এসেছে। যারা দুভাগে ভাগ হয়ে ব্লকের দু’জায়গায় ক্যাম্প করে পরিষেবা দিচ্ছে। ‘দুয়ারে পিজি’ কর্মসূচির জন্য আগে থেকেই প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। জানা গিয়েছে, ক্যাম্প শুরুর কয়েক দিন আগে থেকেই আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীর নাম নথিভুক্ত করেছেন। সেই সঙ্গে রোগীদের একটি করে স্লিপ দিয়ে এসেছেন। রোগীরা ওই স্লিপ নিয়ে ক্যাম্পে এসে ডাক্তার দেখাচ্ছেন।   

Comments are closed.