বাড়িতে বসেই পাবেন ভোগ-রকমারি পদ, সরস্বতী পুজো উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ রাজ্যের  

সরস্বতী পুজো মানেই খিচুড়ি ভোগ, লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড়। এছাড়াও রয়েছে ‘গোটা সেদ্ধ’। বর্তমানে ব্যস্ত জীবনে ইচ্ছে থাকলেও অনেকেই পুজো মণ্ডপে গিয়ে ভোগ খেতে পারেন না সময়ের অভাবে। এবার সেই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। বাড়িতে বসেই ফোনে অর্ডার করলে আপনার ‘দুয়ারে ভোগ’ পৌঁছে যাবে। 

রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চার ও পাঁচ ফেব্রুয়ারি লাঞ্চ ও ডিনরের রয়েছে রকমারি পদ। সরস্বতী পুজোর দিন অর্থাৎ শনিবার দুপুরে মাত্র ২৫০ টাকার বিনিময়ে ভোগের ব্যবস্থা করা হয়েছিল। সেই সঙ্গে ১০০ টাকার বিনিময়ে ছিল গোটা সিদ্ধ। 

রবিবারও লাঞ্চ ও ডিনারের জন্য রয়েছে রকমারি পদ। রবিবার লাঞ্চ ও ডিনারের মেনুতে রয়েছে, ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, কুলের চাটনি ও একটি মিষ্টি। এর জন্য আপনাকে দিতে হবে মাত্র ৫০০ টাকা। রবিবারের লঞ্চের জন্য শনিবার রাতে অর্ডার করতে হবে এবং ডিনারের জন্য রবিবার দুপুর ১২ টার মধ্যে অর্ডার করতে হবে। 

অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ করতে হবে ৯১৬৩১২৪৫৫৬,৬২৯০২২৫৮৫৯,৮১৭০৮৮৭৭৯৪, ৭৯০৮৬১৭৪০৪ নম্বরে। লাঞ্চ পৌঁছবে দুপুর ১২ টার মধ্যে ও ডিনার মিলবে রাত ৮টার মধ্যে।  

Comments are closed.