দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি, ফের বৃষ্টি কবে থেকে? যা জানাল আবহাওয়া দফতর

কয়েকদিন বৃষ্টির কার্যত দেখা নেই। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। একটা অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। এই আবহে ফের কবে বৃষ্টির দেখা মিলবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েক দিন বৃষ্টির অভাব থাকবে দক্ষিণবঙ্গে। যার জেরে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আগামী মাসেই ফের ঝড় জলের মুখ দেখবে রাজ্য। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানা গিয়েছে, ২-৫ সেপ্টেম্বরের মধ্যে ফের বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়। 

আবহাওয়া দফতররের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি না হলেও জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যার জেরে গরমের অস্বস্তি কিছুটা কমবে। একই অবস্থা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। উত্তরবঙ্গের, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই জানতে পারা গিয়েছে। 

Comments are closed.