দহন থেকে রেহাই নেই, রাজ্য জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস 

জুনেও পুড়ছে বাংলা। অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। এই অবস্থায় কার্যত বৃষ্টির জন্য চাতকপাখির মতো অপেক্ষা করছে সাধারণ মানুষ। যদিও সামগ্রিকভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়ায় দফতর। উল্টে আশঙ্কা বাড়িয়ে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

আলিপুর আবহাওয়ায় দফতর জানিয়েছে, সোমবার থেকেই রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে সোমবার লু বইবে বলে জানানো হয়েছে। আবার মঙ্গলবার থেকে এই জেলাগুলো বাদেও হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। জেলাগুলো হল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না বলে খবর। 

তবে এর মধ্যেই কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে খবর। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদনীপুরে এই দু’দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

Comments are closed.