জাতীয় স্থরে ফের পুরস্কৃত বাংলা; পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্য পেল তিনটে স্কচ অ্যাওয়ার্ড 

জাতীয় স্তরে ফের নজির সৃষ্টি বাংলার। পরিবহন দফতরের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্যের ঝুলিতে এল তিনটে স্কচ অ্যাওয়ার্ড। পরিবহন দফতরের অধীনে থাকা WBTC এই পুরস্কারগুলি পেয়েছে। ১৫০ বছরের ঐতিহ্যবাহী ট্রামকে টিকিয়ে রাখতে পরিবহন দফতেরর ভূমিকা, সরকারি বাসে অনলাইন টিকিট ব্যবস্থা এবং জলপথে পরিবহনে ক্ষেত্রেও কাজের জন্য পুরস্কৃত হয়েছে রাজ্যের পরিবহন দফতর।

শহরের ঐতিহ্যবাসী ট্রাম ব্যবস্থাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে বেশ কিছু অভিনব পদক্ষেপ নিয়েছে ট্রাম কর্পোরেশন। যার মধ্যে উল্লেখযোগ্য ট্রাম লাইব্রেরি, ট্রামের মধ্যে ফ্রি ওয়াইফাই, কিছু ট্রামকে সুন্দর করে সাজিয়ে তোলা। এমনকী একটি ট্রামকে অস্ত একটি মিউজিয়ামেও রূপান্তর করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি ট্রামের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাসী ট্রামকে জনপ্রিয় করে তোলার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ট্রাম কর্পোরেশনকে পুরস্কৃত করা হয়েছে।

পাশাপাশি, বাসের টিকিটের ক্ষেত্রেও ই-টিকিটিং ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে WBTC. যার জেরে আগের তুলনায় রোজগার বেড়েছে। সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহারের ফলে, বাসের আগাম লোকেশনও জেনে নিতে পারছেন যাত্রীরা। যা কলকাতার ট্রাফিক ব্যবস্থাকেও আগের তুলনায় উন্নত করেছে।

এছাড়াও জলপথে পরিবহনের ক্ষেত্রেও একগুচ্ছ নতুন পদক্ষেপ করেছে WBTC. মাত্রা ৩৯ টাকায় ক্রুসে ভ্রমণের মতো উদ্যোগগুলি জলপথে পরিবহনকে আরও জনপ্রিয় করেছে। সেই সঙ্গে সম্প্রতি গঙ্গাসাগর মেলার জন্য এক টিকিটের ব্যবস্থা চালু করেছিল পরিবহন দফতর। আগে গঙ্গাসাগর যেতে গেলে প্রতিটি ভেসেলের জন্য আলাদা করে টিকিট কাটতে হতো। কিন্তু এবারে একটিই টিকিট চালু করা হয়েছিল। বাবুঘাট থেকে একটি টিকিটই করে গঙ্গা সাগর ভ্রমণ এবং ফিরে আসা। যা তীর্থযাত্রীদের ভোগান্তিও কমিয়েছিল অনেকটাই। এই উদ্যোগে প্রশংসিত হয়।

তিনটে স্কচ অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, জাতীয়স্তরে এরকম স্বীকৃতি সত্যি আনন্দের খবর। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও জনমুখী করে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ট্রাম করপোরেশনের এমডি রাজনভীর সিংহ কাপুর এবং তাঁর টিমকেও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

Comments are closed.