আগামী বছর পয়লা বৈশাখে রাজ্যজুড়ে পঞ্চায়েতস্তরে পালন করা হবে বাংলা দিবস

আগামী বছর থেকে রাজ্যজুড়ে পঞ্চায়েতস্তরে পালন করা হবে বাংলা দিবস। ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন এমনটা জানালেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মঙ্গলবার রাজ্যজুড়ে পালিত হয় বাংলা দিবস। পরের বছর থেকে একেবার পঞ্চায়েতস্তরে এই দিনটি পালন করা হবে।
বাংলার রাজ্য দিবস হিসেবে বাংলা দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল ১ বৈশাখকে। সেই সঙ্গে বাংলার রাজ্য গান হিসাবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি-বাংলার জল…গানটিকে।
মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলা দিবস পালন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি, শাসক দল তৃণমূলও প্রতীতি পুরসভা, ব্লকে এই দিনটিকে পালন করে। সূত্রের খবর, আগামী বছর আরও বড় আকারে বাংলা দিবসের পরিকল্পনা করা হবে।

Comments are closed.