গত ৩-৪ দিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা। সোমবার ভাঙড় থেকেও অশান্তির কিছু খবর সামনে এসেছে। এই প্রেক্ষাপটে কাউকে প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বার্তা দেন, সম্মতি নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না। কিছু ব্যাপারে কেউ কেউ প্ররোচনা দেবে, অনুরোধ করব কেউ প্ররোচিত হবেন না। প্ররোচনা দেওয়া হলে সেই সময়ে মাথা ঠান্ডা রাখাটাই প্রকৃত কাজ। তবে নির্দিষ্ট কোনও জায়গার কথা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।
Comments are closed.