বিশ্বের দরবারে ফের মুখ উজ্জ্বল বাংলার। বিশ্বের প্রথম মহিলা সাইক্লিস্টের শিরোপা পেলেন হুগলীর তারকেশ্বরের এক মহিলা। সাইকেল নিয়ে বিশ্বের উচ্চতম মোটরেবেল পাস উমলিঙ্গ লা জয় করলেন সবিতা মাহাতো। ১৯,০২৪ ফুট উঁচু উমলিঙ্গ লা আরোহণ করার পরেই বিশ্বের প্রথম মহিলা সাইক্লিস্টের শিরোপা পেয়ে যান তিনি।
বাবা চৌহান মাহাতো ছোট মাছ ব্যবসায়ী। ছোট থেকে আর্থিক কষ্টের মধ্যেই বড় হয়েছেন তিনি। কিন্তু মেয়ের আশা পূরণে সবসময় পাশে দাঁড়িয়েছেন বাবা চৌহান মাহাতো। মেয়ের লক্ষ পূরণে শুরু থেকেই লড়াই চালিয়ে গেছেন তিনি। তারকেশ্বরের ভঞ্জিপুর গ্রামের বাসিন্দা সবিতা স্কুলে পড়ার সময় ভলিবল খেলতে শুরু করেন। জাতীয় স্তরে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। একটু বড় হতেই পাহাড়ের প্রতি টান তৈরি হয়। কলেজে ভূগোল নিয়ে পড়ার সময় থেকেই পাহাড় টানে। হাওড়ার পর্বতারোহী ছন্দা গায়েনের সান্নিধ্যে আসেন। এরপর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন তিনি। জয় করেন ৭ টি শৃঙ্গ। এভারেস্ট জয় করার ইচ্ছা থাকলেও তা করা হয়নি। কিন্তু জেদ ছিল কিছু একটা করে দেখানোর। ২০১৭ সাল থেকে সাইকেল নিয়ে গোটা দেশ ঘুরে নজির সৃষ্টি করে চলেছেন সবিতা মাহাতো। ২০১৯ সালে এশিয়ার সব দেশ সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পরেন তিনি। ২০২১ সালে দেশের প্রথম মহিলা সাইক্লিস্টের শিরোপা অর্জন করেন সবিতা।
৫ জুন দিল্লি থেকে সাইকেল নিয়ে মোটরেবেল পাস উমলিঙ্গ লা উদ্দেশ্যে পাড়ি দেন তিনি। ২৮ জুন বিশ্বের উচ্চতম এই মোটরেবেল পাস জয় করেন তিনি। আর এতেই বিশ্বের প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব জয় করে নেন বাংলার কন্যা সবিতা মাহাতো। সাইকেল নিয়ে তিনি একটাই বার্তা দিয়েছেন সকলকে। বলেছেন, মেয়েরা ইচ্ছা থাকলে সব করতে পারেন। সবক্ষেত্রেই মহিলারা এখন এগিয়ে আছেন। তাই মনের জোর আর ইচ্ছা থাকলে সব সম্ভব বলে জানান সবিতা মাহাতো।
Comments are closed.