শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বাংলার কন্যার, পদক জয়ের তালিকায় ভারতের স্থান দ্বিতীয়

ভারতের হয়ে দ্বিতীয় সোনা জিতেছে মেহুলি-তুষার জুটি

শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বাংলার কন্যার। মিক্সড ইভেন্টে সোনা মেহুলি ঘোষ ও শাহু তুষার মানের। এই নিয়ে আই এস এস এফ শ্যুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। এছাড়াও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পলক এবং শিবা নারওয়াল।

১৭-১৩ ব্যবধানে ভারতীয় জুটি মেহুলি এবং তুষার হারিয়েছেন হাঙ্গেরির এজটার ও ইস্তভান জুটিকে। এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে রয়েছে ইজরায়েল ও চতুর্থ স্থানে রয়েছে চেক প্রজাতন্ত্র। এই সোনা জয়ের পর পদকের তালিকায় ভারতের স্থান উঠে এল দ্বিতীয় স্থানে। ভারতের মোট পদক দুটো সোনা ও একটা ব্রোঞ্জ। এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে আছে চিন। চিনের দখলে আছে দুটো সোনা। প্রথম স্থানে আছে সার্বিয়া। সার্বিয়ার দখলে তিনটে সোনা।

সিনিয়র স্তরে ইভেন্টে বঙ্গতনয়া মেহুলি ঘোষের এটা প্রথম সোনা জয়। ২০১৯ সালে কাঠমান্ডুতে সাউথ এশিয়ন গেমসে মেহুলি প্রথম সোনা পেয়েছিলেন মেহুলি। অন্যদিকে তুষারের কাছে এটা প্রথম সোনা জয়। ভারতের এই সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবার্তা এসেছে।

Comments are closed.