খাল-বিলের রাজ্য পশ্চিমবঙ্গ; কেন্দ্রীয় রিপোর্টে শীর্ষে উঠে এল বাংলার এক জেলার নাম 

দেশে মোট যা জলাশয় রয়েছে, তার ৩১% শতাংশই রয়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে একটি সমীক্ষা চালানো হয়েছিল। আর তাতেই উঠে এসেছে এরকম অভিনব এক তথ্য। শুধু তাই নয় জলাশয়ের নিরিখে মন্ত্রক দেশজুড়ে জেলাভিত্তিক একটি তালিকা প্রস্তুত করেছিল, তাতে দেখা গিয়েছে, দেশের মধ্যে সব থেকে বেশি খাল-বিল পুকুর জলাশয় রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিরাট এই দেশে কোন রাজ্যে কী পরিমাণ জলাশয় রয়েছে, ভূগর্ভস্থ জলের সঞ্চয়ই বা কোথায় কত এসব নানান তথ্য সংগ্রহ করতেই সমীক্ষাটি চালানো হয়। আর তাতেই দেখা যায়, জলশয়ের নিরিখে সমীক্ষায় যে ৩০টি জেলার নামের তালিকা প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে ১৫টি জেলাই পশ্চিবঙ্গের।

মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এই ধরণের রিপোর্ট তৈরি হলে তার মাধ্যমে কেন্দ্র স্বাধীনভাবে পঞ্চায়েতভিত্তিক জল প্রকল্পের বাজেট প্রস্তুত করতে পারবে।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }