বিশ্ববাংলা অডিটোরিয়ামের পাশাপাশি বাণিজ্য সম্মেলনের আসর বসবে আরও দুটি জায়গায়; শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে যা জানাল নবান্ন 

মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রতি বছরই বিশ্ববাংলা অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনের এই আসর বসে। তবে এবারে বিশ্ববাংলা অডিটোরিয়ামের পাশাপাশি আরও দুটি জায়গায় বাণিজ্য সম্মেলনের আসর বসতে চলেছে। একটি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ  এবং অন্যটি ধনধান্য অডিটোরিয়াম। 

জানা গিয়েছে, বিজনেস সামিটের একাধিক বিষয়ের আলোচনা সভা আয়োজিত করা হয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে। যা এতদিন ধরে হয়ে এসেছে বিশ্ব বাংলা অডিটোরিয়ামে। সেই সঙ্গে এবছরের বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে সম্প্রতি তৈরি হওয়া ধনধান্য অডিটোরিয়ামে। 

প্রশাসনিক মহলের একাংশের দাবি, এবারের বাণিজ্য সম্মেলনে রাজ্যের অন্যতম লক্ষ্য ছোট ও মাঝারি শিল্পে আরও বিনিয়োগ আনা। সেই সঙ্গে রাজ্যে ব্যাপক হারে কর্মসংস্থান বাড়ানো। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যে বিরাট সম্ভাবনা রয়েছে, এবারের বাণিজ্য সম্মেলনে অতিথিদের সামনে তা তুলে ধরতে একাধিক পরিকল্পনা রয়েছে রাজ্যের। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ছাড়াও রাজ্য সরকার বিনিয়োগ টানার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আরও ৯টি ক্ষেত্রে। সেগুলো হল, কৃষি, তথ্যপ্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, পর্যটন, আন্তর্জাতিক ব্যবসা, শিক্ষা ও কারিগরি, ক্রিয়েটিভ ইকোনমি, ইনক্লুসিভ ইকোনমির মতো ক্ষেত্রগুলো। 

Comments are closed.