‘পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা’, ভবানীপুর উপনির্বাচন নিয়ে টুইট তথাগত রায়ের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। কিন্তু বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এরমধ্যেই টুইট করলেন বিজেপি নেতা তথাগত রায়। মঙ্গলবার একটি টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা,
কিন্তু কে এই সুবোধ ?ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয় !
চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ !

এই টুইটের পর তিনি যেমন বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন, তেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঠুকেছেন তিনি। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই মমতা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ১৬ অক্টোবর। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৩ অক্টোবর। কিন্তু বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। কংগ্রেস জানিয়ে দিয়েছে, প্রার্থী দেবে তাঁরাও। বিজেপির ৪ জনের নাম উঠে এসেছে। সেখানে আছে তথাগত রায়, দীনেশ ত্রীবেদি, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ গাঙ্গুলির নাম।

একুশের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের শোভনদেব চ্যাটার্জির কাছে হেরেছিলেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। এবার উপ নির্বাচনেও রুদ্রনীলকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি।

বিধানসভা নির্বাচনের পরেই বিজেপির ৩ তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তীদের কটাক্ষ করে টুইট করেছিলেন তথাগত রায়। দোলের দিন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারে দেখা যায় তাঁদের। টুইটে তিনি লেখেন, ‘পায়েল শ্রাবন্তী তনুশ্রী ইত্যাদি নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?’

 

Comments are closed.