শতাধিক আফগান মহিলাকে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে আটকে রেখেছে তালিবান! ভাইরাল চাঞ্চল্যকর ভিডিও

পাকিস্তান বিরোধী মিছিলকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছিল তালিবান সেনা। এবার জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠলো।

পাকিস্তান বিরোধী মিছিলে যোগ দিতে চাওয়া কয়েকশো মহিলাকে আটক করল তালিবান। নেট মাধ্যমে ভাইরাল একটি ভিডিও থেকে জানা গিয়েছে, মিছিলে যোগ দিতে চাওয়া আফগান মহিলাদের একটি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের জায়গায় আটকে রেখেছে তালিবান সেনা। বন্দি অবস্থায় এক আফগান মহিলা ভিডিও করে ট্যুইট করেন। ট্যুইটে তিনি জানান, তাঁরা পাকিস্তান বিরোধী মিছিলে যোগ দিতে চেয়েছিলেন তাই তাঁদের জোর করে তালিবান সেনা পার্কিং লটে আটকে রেখেছে। মঙ্গলবার দুপুর ২.৩০ নাগাদ এই ভিডিওটি ট্যুইট করেন জনৈক ওই মহিলা। বর্তমান তাঁদের কী অবস্থা এখনও জানা যায়নি।

উল্লেখ্য সোমবার তালিবান দাবি করে তারা পঞ্জশির দখল করেছে। যদিও তালিবানের দাবি নস্যাৎ করেছে প্রতিরোধ বাহিনী নর্দান এলায়েন্স। পাঞ্জশিরে যুদ্ধ জারি রয়েছে বলে দাবি প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদের।

এদিকে মঙ্গলবার পাকিস্তানের তালিবানকে সাহায্য করার প্রতিবাদে কাবুলে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেন আফগানরা। মিছিলের সিংহভাগ জুড়ে ছিলেন আফগান মহিলারা।

Comments are closed.