শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না; সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের পথে রাজ্য

শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের। সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে স্বস্তি পান বিরোধী দলনেতা। আর তার ২৪ ঘন্টার মধ্যেই সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। বুধবার মামলার শুনানি হতে পারে বলে খবর আদালত সূত্রে।

বিরোধী দলনেতার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়। যার মধ্যে মোট তিনটি মামলায় তদন্তে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সেই সঙ্গে বাকি মামলায়ও নন্দীগ্রামের বিধায়ককে গ্রেফতার করা বা তাঁর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি মান্থা। আর সিঙ্গেল বেঞ্চের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশান বেঞ্চে গেল রাজ্য।

উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে থাকা পাঁচটি মামলা খারিজ অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। প্রাক্তন দেহরক্ষীর রহস্যজনক মৃত্যু সহ পাঁশকুড়া ও নন্দীগ্রাম থানার মামলায় তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতি। বাকি দুটি মামলার ক্ষেত্রেও বিরোধী দলনেতাকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত।

Comments are closed.