কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনা প্রধানের

কাশ্মীরে লাগাতার জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান, কিন্তু তাদের উদ্দেশ্য কোনও দিনই সফলহবে না। এভাবেই শনিবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, পাকিস্তান ভালোমতো জানে, ভারত নিয়ে তাদের পরিকল্পনা কোনও দিন সফল হবে না। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় ইন্ধন দিচ্ছে পাকিস্তান। এদিন সেনা প্রধান বলেন, জঙ্গিদের মদত দিয়ে কাশ্মীরকে উত্তপ্ত করতে চাইছে পাকিস্তান। চাইছে জম্মু কাশ্মীরের যাবতীয় উন্নয়নমূলক কাজ থমকে দিতে। কিন্তু ভারত এসবের জবাব দিতে জানে, প্রয়োজনে কী ব্যবস্থা নিতে হবে, তা সেনার জানা আছে।
শুক্রবার কাশ্মীরের সীমান্ত এলাকায় রাস্তা নির্মানের কাজে যুক্ত বর্ডার রোড টিমের কনভয়ের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। তাদের ছোঁড়া ইটের ঘায়ে
রাজেন্দ্র সিংহ নামে সেনার এক সিপাইয়ের মৃত্যু হয়। সেই প্রসঙ্গ টেনে এদিন সেনা প্রধান বলেন, ইট ছুঁড়ে সেনার প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, অথচ এমনও কিছু লোক দেশে আছেন, যাঁরা বলেন এদের জঙ্গি হিসেবে ধরা যাবে না।
পাকিস্তানের নাম করে সেনা প্রধান এদিন সরাসরি যেভাবে তাদের বিরুদ্ধে কাশ্মীরে জঙ্গি আক্রমণে মদত দেওয়ার অভিযোগ করলেন, বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Comments are closed.