ঘরে বিবেকানন্দের ছবি টাঙিয়ে রাখলে ৩০-৩৫ বছর সরকারে থাকবে বিজেপি, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ফের বিতর্কে বিপ্লব দেব। ক্ষমতায় কীভাবে দীর্ঘদিন টিকে থাকতে হবে,, তার উপায় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি বিজেপি মহিলা মোর্চার একটি সমাবেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘোষণা করেছেন, ৮০ শতাংশ ত্রিপুরাবাসী যদি ঘরে বিবেকানন্দের ছবি টাঙিয়ে রাখেন, বিজেপি অনায়াসে ৩০-৩৫ বছর ক্ষমতায় টিকে থাকবে।

বিবেকানন্দের প্রতি বিপ্লব দেবের শ্রদ্ধা বা আস্থা অবশ্য এই প্রথম নয়। এর আগে রাজ্যের করোনা সংক্রমিতদের মানসিকভাবে চাঙা রাখতে বিবেকানন্দের বাণী সম্বলিত বই বিলি করেছেন তিনি।

মহিলা মোর্চার সমাবেশে বিপ্লব দেব বলেন, আমি দেখি ত্রিপুরার ঘরে ঘরে জ্যোতি বসু, স্ট্যালিন, মাও জে দংয়ের ছবি ঝোলানো থাকে। তারপর মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, আচ্ছা, আমরা কি স্বামী বিবেকানন্দের ছবি টাঙাতে পারি না? যেদিন থেকে রাজ্যের ৮০ শতাংশ বাড়িতে বিবেকানন্দের ছবি ঝুলবে, বিজেপি আগামী তিন দশক ক্ষমতায় টিকে থাকবে। তিনি বলেন, বিবেকানন্দের আদর্শই বিজেপির চলার পথ। তাই তাঁর আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই বিজেপির ক্ষমতায় থাকা নিশ্চিত। মহিলা মোর্চার কর্মীদের বিবেকানন্দের আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ভার দিয়েছেন বিপ্লব দেব। দিকে দিকে ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আগরতলায় বিজেপি মহিলা মোর্চার সেই সমাবেশে বিপ্লব দেব ভাষণ শেষ করেন, স্বামীজির বাণী দিয়েই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কথা কম বলো। তাতে কাজের মনসংযোগ নষ্ট হয়। নিঃশব্দে কাজ করে যাও। তাই আমাদেরও মুখ বন্ধ রেখে শুধু কাজ করে যেতে হবে বলে শেষ করেন তিনি।

Comments are closed.