‘দিল্লি’ পাল্টে ‘ইন্দ্রপ্রস্থ’ করে দেওয়া হোক, তাহলেই ঝেঁপে বৃষ্টি আসবে; দাবি হিন্দু মহাসভা প্রধানের 

দক্ষিণবঙ্গবাসী কার্যত চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। একই অবস্থা দিল্লি সহ দেশের আরও কয়েকটি রাজ্যের। প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে একফোঁটা বৃষ্টির আশায় ব্যাকুল লক্ষ লক্ষ মানুষ। হাওয়া অফিস  আগাম খবর জানালেও এখনও বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় বৃষ্টি আনতে ‘উপায়’ বলে দিলেন হিন্দু মহাসভার প্রধান চক্রপানি মহারাজ। 

ঠিক কী বলেছেন মহারাজ? সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিল্লির নাম বদল করলেই এই অসহ্য গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। নাম পাল্টে ফেললেই রাজধানীতে বৃষ্টি হবে এবং অনেক উন্নতিও হবে। দিল্লির নাম পাল্টে ইন্দ্রপ্রস্থ করার দাবিতে তাঁরা স্বাক্ষর সংগ্রহ অভিযান করবেন বলেও জানিয়েছেন। 

এখানেই না থেমে দিল্লি নামটি কোথা থেকে এলো, তারও ব্যাখ্যা দিয়েছেন চক্রপানি মহারাজ। তাঁর কথায়, তোমর রাজবংশের আমলে এক রাজার প্রাসাদের কয়েকটি পাইপ ঢিলে ছিল। সেই থেকেই জায়গাটার নাম হয়ে যায় ঢিলি। পরে যা লোকমুখে দিল্লি নামে প্রচারিত হয়। 

উল্লেখ্য মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামটি পাওয়া যায়। ইন্দ্রপ্রস্থ ছিল পাণ্ডবদের রাজধানী। যার ফলে হিন্দুদের কাছে ইন্দ্রপ্রস্থ নামটির আলাদা গুরুত্ব রয়েছে। সেই বষয়টি উল্লেখ করে দিল্লির নাম বদলের দাবি তুলেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার প্রধান।    

Comments are closed.