পূর্বপল্লির মাঠেই কি ফিরছে পৌষমেলা? জেলা প্রশাসনকে বৈঠকে ডাকলেন উপচার্য 

দু’বছর পর কি আগের জায়গাতেই হবে পৌষমেলা? বোলপুর বাসীর মতো এ প্রশ্ন অনেকেরই। তবে সম্প্রতি বিশ্বভারতীর উপচার্য-এর একটি চিঠি আশার আলো দেখাচ্ছে। পৌষমেলা নিয়ে জোট কাটবে বলেই আশাবাদী স্থানীয়রা। জানা গিয়েছে, শুক্রবার জেলা প্রশাসনেক জরুরি বৈঠকে আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন উপচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই পৌষ মেলা হবে কিনা, তা ঠিক হতে পারে ওই বৈঠকে। উপচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি। 

 ২০২০-২১ করোনার কারণে মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বছরও মেলা নিয়ে বিশ্বভারতী কী করবে তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে করোনার প্রকোপ কেটে যাওয়ায় এ বছর কর্তৃপক্ষ মেলার অনুমোদন দেবে বলেই মনে করা হচ্ছিল। এবং তা হবে পূর্বপল্লির মাঠেই। কিন্তু মেলার মাঠ সংলগ্ন জলাশয়গুলো কচুরিপানায় পূর্ণ। এদিকে জল ছাড়া মেলার আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দেয় শান্তিনিকতন ট্রাস্ট। এ নিয়ে বোলপুর পুরসভার সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠক হয়েও জোট কাটেনি। যার জেরে পূর্বপল্লির মাঠে আদৌ মেলা হবে কিনা, তা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে শেষমেশ উপাচার্যের চিঠি নিয়ে অনেকেই আশার আলো দেখছেন। 

Comments are closed.