প্রতিপক্ষ প্রার্থীকে প্রণাম করে পুরযুদ্ধ শুরু করলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি

প্রতিপক্ষকে প্রণাম করার পুরযুদ্ধে নামলেন খড়গপুরের বিধায়ক তথা পুরভোটে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী প্রবীণ নেতা জহর পালকে প্রণাম জানিয়ে যুদ্ধে নামলেন হিরণ।

মঙ্গলবারই জানা যায় খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করছেন হিরণ চ্যাটার্জি। জানা গিয়েছে, তাঁর প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জহর পালকে প্রণাম জানিয়েই যুদ্ধ শুরু করেছেন হিরণ।

যদিও এই বিষয়ে জহর পাল জানিয়েছেন, আমি আশীর্বাদ করার কেউ নই। আশীর্বাদ করবেন জনগণ। বিধাতা সব ঠিক করে রেখেছেন। শুধু ফল প্রকাশের অপেক্ষা। আমার আশীর্বাদ না অভিশাপে কিছু হবেনা, এই যুদ্ধে জনগণের আশীর্বাদই সব। এই ওয়ার্ডে ওপর প্রতিপক্ষ বামেদের তরুণ তুর্কি ‘রেড ভলান্টিয়ার’ নেতা মিঠুন দে।

গত বৃহস্পতিবার ভোটের যে কমিটি ঘোষণা করা হয় তাতে প্রচার কমিটির আহ্বায়ক করা হয় হিরণকে। এরপরেই দেখা যায় খড়্গপুরের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে হিরণ চ্যাটার্জিকে।

Comments are closed.