বিপুল বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু নবান্নে 

তৃতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের প্রধান লক্ষ্য শিল্পে পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়া। এবার সেই লক্ষ্যেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। 

জানা গিয়েছে, বুধবার বাণিজ্য সম্মেলন নিয়ে সব দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্নে সূত্রে খবর, প্রত্যেক দপ্তরের একজন করে আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সম্মেলনের নির্দিষ্ট বিভাগের কাজ দেখবেন ওই অফিসাররা। 

আরও জানা গিয়েছে, নির্দিষ্ট কতগুলি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বিনিয়োগকারীদের সামনে একটি প্রেজেন্টেশন দেখানো হবে। প্রেজেন্টেশনগুলি কীভাবে প্রস্তুত করতে হবে, তাতে রাজ্যের কোনও কোনও বিষয়গুলি তুলে ধরা হবে সে সম্পর্কে এদিন আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যসচিব। 

প্রধানত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন ও পরিষেবা, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ সহ সাতটি দপ্তরের তরফে প্রেজেন্টেশন প্রস্তুত করে বিনিয়োগকারীদের দেখানো হবে। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন চলতি বছরের এপ্রিল মাসে বাণিজ্য সম্মেলন রয়েছে। সেই মতো মাঝে এক মাসেরও কিছু বেশি সময় রয়েছে। যদিও বহুদিন আগে থেকেই বাণিজ্য সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কয়েকমাস আগেই মহারাষ্ট্র সফর করেছেন। সেখানেও বেশ কিছু শিল্পপতিকে সম্মেলনের জন্য আমন্ত্রন জানিয়ে এসেছিলেন। 

Comments are closed.