প্রথম দফার ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ভুয়ো ভোটারের অভিযোগ করলেন উত্তর প্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা আসন মুজফফরনগরের বিজেপি প্রার্থী সঞ্জীব বালিয়া। তাঁর দাবি, বোরখা পরিহিত মহিলাদের পরীক্ষা করা হচ্ছে না। তাঁরাই ভুয়ো ভোট দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সঞ্জীব বালিয়ার। এই প্রশ্নের মীমাংসা করা না হলে তিনি পুনর্নির্বাচনের দাবি করবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী।
মুজফফরনগর লোকসভা কেন্দ্রের মোট ভোটদাতার সংখ্যা ১৬ লক্ষ। তার মধ্যে ৫ লক্ষ মুসলিম ভোটার। সাম্প্রদায়িক অশান্তির কারণে স্পর্শকাতর বলে চিহ্নিত মুজফফরনগর কেন্দ্রে বিজেপির সঞ্জীব বালিয়ার প্রতিদ্বন্দ্বিতা মহাজোট প্রার্থী তথা রাষ্ট্রীয় লোকদল প্রধান অজিত সিংহের। এই আসনে কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি।
২০১৪ সালের লোকসভা ভোটের ঠিক আগে, ২০১৩-এর সেপ্টেম্বরে পশ্চিম উত্তর প্রদেশের মুজফফরনগরে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। হানাহানিতে মৃত্যু হয়েছিল অন্তত ৬০ জনের। বাস্তুচ্যুত হয়েছিলেন অন্তত ৫০ হাজার মানুষ।