স্বপ্ন সোনার বাংলা, শ্যামপুরের মেয়ে হয়ে ঘরে ঘরে বিজেপির তনুশ্রী

শ্যামপুরে বাছরীর কালী মন্দিরে পুজো‌ দিয়ে প্রচার শুরু করেন তারকা প্রার্থী

হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী অভিনেতা তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী প্রচারে নেমেছেন একেবারে হিসেব কষে। তৈরি কর্মসূচি।
২২ মার্চ কর্মসূচির দিনক্ষন তৈরি করে মঙ্গলবার প্রচারে নামলেন অভিনেত্রী। শ্যামপুরে বাছরীর কালী মন্দিরে পুজো‌ দিয়ে প্রচার শুরু করেন তারকা প্রার্থী।
Inline1
বুধবার সকালটা কাটান ‘বাঙালির আবেগ’ চায়ের আড্ডায়। সেখানে স্থানীয়দের সঙ্গে রাজনৈতিক চর্চা থেকে ভোটের লড়াই, সব নিয়েই আলোচনায় মেতে ওঠেন তনুশ্রী। নিজের হাতে চা তৈরি করে সকলকে খাওয়ান। সিনেমার পর্দা থেকে একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন মানুষের কাছে।
Inline 2
এরপর গোবিন্দপুর রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে ফের পথ প্রচারে নামেন তিনি। গলায় বিজেপির গেরুয়া উত্তরীয়, হুড খোলা গাড়িতে চেপে শেষ করেন দিনের প্রচার।
Inline 3 (1)
বৃহস্পতিবারের শিডিউলে ছিল রোড শো, মধ্যাহ্নভোজ, পথ সভার মতো একাধিক কর্মসূচি। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তনুশ্রী চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পরিচিত মুখ কালিপদ মণ্ডল। ভোট ময়দানে পরপর ৪ বার একই জায়গা থেকে জিতেছেন তিনি। তৃণমূলের পোড়খাওয়া খেলোয়াড়ের মুখোমুখি এবার রুপোলি পর্দার তারকা তনুশ্রী চক্রবর্তী।

Comments are closed.