ক্ষমতায় ফিরলেই গরু পিছু ৯০০ টাকা, প্রচারে গিয়ে প্রতিশ্রুতি যোগীর

উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফিরলে গবাদি পশুপালন করেন এমন কৃষকদের গরু পিছু ৯০০ টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার উত্তরপ্রদেশের এক নির্বাচনী জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশ নির্বাচনের পঞ্চম দফার প্রচারে গিয়ে ‘গোরক্ষা’কে অন্যতম ইস্যু বানিয়েছেন যোগী। মঙ্গলবার অযোধ্যা জেলার মিলকিপুর সংরক্ষিত বিধানসভা কেন্দ্র এবং বিকাপুর আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছিলেন। সেখানেই যোগী বলেন, যাঁরা গরু পালন করেন, গো-হত্যা করেন না তাঁরাই বিজেপিকে ভোট দেবে। এবং তার পরেই যোগীর ঘোষণা, যে সব কৃষকরা গরু পালন করেন তাঁদের গরু প্রতি ৯০০ টাকা করে দেবে সরকার।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্ভবনা মতোই নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারকে টানতে বক্তব্য রেখেছেন যোগী। কিন্তু গরুর জন্য টাকা দেওয়ার ঘোষণা তালিকায় নতুন সংযোজন। যদিও যোগীর এই ঘোষণা নিয়ে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছে বিরোধীরা।

সেই সঙ্গে বিরোধীদের আক্রমণ শানাতে যোগী বলেন, ২০১৭ সালের আগে পর্যন্ত উত্তরপ্রদেশ একটি মাফিয়া শাসিত রাজ্য ছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় ফেরার পর তাদের জায়গা হয়েছে জেলে। অখিলেশকে তাঁর কটাক্ষ, ‘বাবুয়া’ এখনও রাম মন্দিরে যাননি। আমরা অযোধ্যার সবকটি আসন জিতব। বিশ্ববাসী অযোধ্যা মানেই রাম মন্দিরকে চিনবে।

Comments are closed.