BJP’ তে কাজের পরিবেশ নেই, ‘ঘরে’ ফিরে বললেন পদ্ম ত্যাগী বিশ্বজিৎ

সোমবার পদ্ম শিবির ত্যাগ করে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। আর মঙ্গবার ‘ঘরে’ ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।

মঙ্গলবার দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলে ফেরার কারণ হিসেবে তিনি জানান, বিজেপিতে কাজ করার পরিবেশ নেই, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তা দেখেই তিনি তৃণমূলে ফিরেছেন।

বিশ্বজিৎ আরও জানান, তৃণমূল ছেড়ে কার্যত তিনি ভুল করেছিলেন। বলেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দল ছাড়ার সিধান্ত নিয়েছিলেন, এমন ঘটনা না ঘটলেই ভালো হত। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল বলেও জানান তিনি।

২০১৯ সালে তৃণমূল ছেড়ে দিল্লি গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু একুশের নির্বাচনের আগেই তাঁর ফের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। ভোটের আগে বিধানসভা অধিবেশনের এক্কেবারে শেষ দিনে মুখ্যমন্ত্রীর ঘরে যান বিশ্বজিৎ। কথাবার্তা শেষে তৃণমূল নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তৎকালীন বিজেপি বিধায়ক। এই ঘটনার পরেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। যদিও সেবারে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা তাঁর সঙ্গে কথা বলে দলবদল আটকান। বিজেপির টিকিটে বাগদা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভও করেন।

শেষমেশ মুকুল রায়ের পথে হেঁটে ফের তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস।

Comments are closed.