কর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ, ইস্তফা দেওয়া উচিত! মন্তব্য অর্জুন সিংহের

ইস্তফা দিতে চাইলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ

আমরা জনপ্রতিনিধি। আমরা যদি আমাদের কর্মীদের সুরক্ষা না দিতে পারি। তবে আমাদের পদত্যাগ করতে হবে! নিজের গড়ে দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, এই দাবিতে ইস্তফা দিতে চাইলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ছবি উঠে আসছে। আক্রান্ত হওয়ার অভিযোগ করছে তৃণমূল-বিজেপি সব পক্ষই।

এই অবস্থায়, জনপ্রতিনিধি হয়েও যদি কর্মীদের রক্ষা করার দায়িত্ব ঠিকমতো পালন করা না যায়, তাহলে ইস্তফা দেওয়াই উচিত। এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, তৃণমূল কর্মীরা হাজার হাজার বাড়ি ভাঙচুর করছে। পুলিশ প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে পারছে না। শাসক দলের প্রতি অভিযোগের সুর চড়িয়ে অর্জুন সিংহ বলেন, ভারতবর্ষ কী এবার পাকিস্তানে পরিণত হবে?

এদিন অর্জুন সিংহের পদত্যাগের মন্তব্যে খোঁচা দিয়ে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, উনি পদত্যাগ করে চলে যান না! এমনিতেও পদত্যাগ করতে হবে। এরপরই বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, কোথাও কোন গণ্ডগোল হয়নি। বরং মার খাচ্ছেন তৃণমূল কর্মীরা।

Comments are closed.