সুপ্রিম কোর্টেও ধাক্কা, জরুরি ভিত্তিতে রথের শুনানির জন্য বিজেপির আবেদন খারিজ

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা বিজেপির রথে। জরুরি ভিত্তিতে বিজেপির রথযাত্রায় শুনানির আবেদন সোমবার খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার সকালে রথযাত্রা নিয়ে জরুরি ভিত্তিতে রথযাত্রার শুনানি আবেদন করে রাজ্য বিজেপি।
আদালতে শীতকালীন ছুটি শুরু হয়ে গিয়েছে। তাই আগামী ২ জানুয়ারি খুলবে আদালত। ৩ তারিখ যে সব মামলার শুনানি হবে তার লিস্ট তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সে ক্ষেত্রে ৪ জানুয়ারির আগে বিজেপির রথযাত্রা মামলার শুনানি সম্ভব নয় বলেই সূত্রের খবর।
রথ নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় বিজেপি। মোট তিনবার রথযাত্রার অনুমতির জন্য রাজ্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ বিজেপির রথে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল। আদালতের এই রায় মেনে নিতে পারেনি রাজ্য। তারা বিজেপির রথে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা করে। আশঙ্কা প্রকাশ করে, বিজেপির রথযাত্রায় গণ্ডগোলের সম্ভাবনা প্রবল। সেই মামলায় রথযাত্রার ওপর স্থগিতাদেশের রায় দেয় ডিভিশন বেঞ্চ। এরপর, ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু, সুপ্রিম কোর্টেও দ্রুত শুনানি খারিজ হয়ে যাওয়ায় বিজেপির রথ ভাগ্য ঝুলেই রইল।

Comments are closed.