ভোট পরবর্তী হিংসায় কর্মীদের পাশে দাঁড়াতে না পেরে অনুতপ্ত বিজেপির রাজ্য সভাপত সুকান্ত মজুমদার

ভোট পরবর্তী হিংসায় কর্মীদের পাশে দাঁড়াতে না পেরে অনুতপ্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে বীরভূম জেলা সফর শুরু করেছেন সুকান্ত মজুমদার। সিউরিতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একটি সভা করেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। সেই সভাতেই সুকান্ত মজুমদার জানান, আমি ক্ষমা চাইছি সেইসব বিজেপি কর্মীদের কাছে, যাঁদের পাশে দাঁড়াতে পারিনি ভোট পরবর্তী হিংসার পর। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী আর বালুরঘাট থেকে সুকান্ত মজুমদারের কথা মেনে চলা উচিত যুব বিজেপির।

এদিনের দলীয় সভা থেকে বিজেপির অন্তর্কলহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার। নিজের দলের কর্মীদের বিরুদ্ধে কথা না বলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলার কথা বলেছেন তিনি। আগামী লোকসভা ভোটে আসন সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২০ তে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। সুকান্ত মজুমদারের কথায়, বিধানসভা ভোটে গোটা রাজ্যে আমরা মোট ৩৮ শতাংশ ভোট পেয়েছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের এখন সরে গেলে চলবে না। আমাদের এখন উচিত ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো।

তৃণমূলক আক্রমণ করে তিনি বলেন, এটা মনে রাখবেন প্রতি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, মারতে গেলে হাতের দরকার হয়। হাতের কব্জিটাই যদি ভেঙে যায়?

Comments are closed.