উত্তর প্রদেশে বিরাট ধাক্কা খেল মহাগটবন্ধন। বেলা বারোটা পর্যন্ত যা প্রবণতা তাতে দেশের সবচেয়ে বড় রাজ্যের ৮০ টি কেন্দ্রের মধ্যে ৫৬ টি আসনেই এগিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। বহু চর্চিত বসপা-সপা-আরএলডি জোট এগিয়ে মাত্র ২০ টি আসনে। কংগ্রেস এগিয়ে একমাত্র রায়বেরিলি কেন্দ্রে।
বিজেপিকে রুখতে সমস্ত বিভেদ ভুলে হাত মিলিয়েছিলেন অখিলেশ যাদব এবং মায়াবতী। সঙ্গে ছিল আরএলডি। রাজ্যে উপনির্বাচনগুলোতে মহাগটবন্ধন প্রার্থীদের দুরন্ত ফলাফল, আশা জাগিয়েছিল লোকসভা ভোটের আগে। দাবি করা হয়েছিল, সপা-বসপা জোটের মুখে স্রেফ খড়কুটোর মতো উড়ে যাবে বিজেপি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে ঠিক তার উল্টো। বেশিরভাগ কেন্দ্রেই এগিয়ে বিজেপি। উত্তর প্রদেশে বেলা বারোটা পর্যন্ত বিজেপি পেয়েছে ৪৯.১৮ শতাংশ ভোট। বহুজন সমাজ পার্টি পেয়েছে ১৯.৬১ শতাংশ ভোট। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে ১৮.০৭ শতাংশ ভোট।