মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে বিজেপি-শিবসেনা জোট, হরিয়ানা দখলে জোর লড়াই

মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসছে বিজেপি-শিবসেনা জোট, হরিয়ানায় ত্রিশঙ্কু হওয়ার জোরালো সম্ভাবনা। গত ২১ শে অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা ভোট হয়। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গণনা।
বিজেপি-শিবসেনা জোট ফের ক্ষমতা দখলের পথে এগোচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৫৯ টি আসনে। ইউপিএ ১০২ টি আসনে।
তবে ক্ষমতায় ফিরলেও গত বারের চেয়ে আসন কমছে বিজেপি-শিবসেনা জোটের। গতবারের চেয়ে ভালো ফল করছে এনসিপি ও কংগ্রেস জোট। মহারাষ্ট্রে ৮১ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির সঙ্গী শিবসেনা এগিয়ে রয়েছে ৪৫ টি আসনে। সব মিলিয়ে প্রায় ১৬০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোট। ভোটের ফলাফল স্পষ্ট হতেই মহারাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, শরদ পাওয়ারের এনসিপি ৪৬ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ৩২ টি সিটে। নির্দলরা এগিয়ে রয়েছে ১২ টি আসনে।
ইতিমধ্যেই, আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করতে দর কষাকষি শুরু করে দিয়েছে শিবসেনা।
অন্যদিকে, ভোট গণনার শুরু থেকেই হরিয়ানায় বিজেপি ও কংগ্রেসের টক্কর চলতে থাকে। হরিয়ানা বিধানসভার ৯০ আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস ৩৪ টিতে। জননায়ক জনতা পার্টি (জেজেপি) রয়েছে ১০ টি সিটে এগিয়ে। প্রায় সব এক্সিট পোলের হিসেবেই হরিয়ানাতে কয়েক কদম এগিয়ে ছিল বিজেপি। কিন্তু ফল গণনার শুরু থেকেই ধাক্কার মুখে পড়ে বিজেপি।

Comments are closed.