টেট নিয়ে নতুন নির্দেশ জাস্টিস গাঙ্গুলির, পুজোর আগে আরও ৬৫ জন উত্তীর্ণকে নিয়োগ করতে হবে 

পুজোর আগে ৬৫ জন টেট উত্তীর্ণকে নিয়োগ পত্র দিতে হবে। সোমবার টেট সংক্রান্ত একটি মামলার শুনানিতে পর্ষদকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এর আগেও দু’দফায় মোট ১৮৯ জন টেট উত্তীর্ণকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি। এদিন ফের একবার আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন তিনি। নির্দেশ মোতাবেক ১৮৯ জনের মধ্যে ১৮৫ জনকে ইতিমধ্যেই নিয়োগ পত্র দেওয়া হয়েছে। এদিন শুনানিতে হাইকোর্টকে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

২০১৪ সালে টেট পরীক্ষায় ৬’টি প্রশ্ন ভুল ছিল। ওই অভিযোগ তুলে আদলতে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। ওই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়,  যাঁরা ওই ৬টি ভুল প্রশ্নের উত্তর দিয়েছে, তাঁদের প্রত্যেককে পুরো নাম্বার দিতে হবে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জকে জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেও ধাক্কা খায় পর্ষদ। মামলাটি হাইকোর্টে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন এখন সেই মামলা। 

এসবের মধ্যেই পর্ষদ সিদ্ধান্ত নেয় ওই ৬টি ভুল প্রশ্নের জন্য পুরো নাম্বার পাবে পরীক্ষার্থীরা। পর্ষদের এই সিদ্ধান্তের পর ৬ নম্বর বেড়ে যাওয়ায় অনেক অনুত্তীর্ণই টেট পাশ করেন। এরপর চাকরীর দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। এর মধ্যে পর্ষদ আদালতে জানায়, নিয়োগের জন্য পর্যাপ্ত শূন্য পদ নেই। তবে হাইকোর্ট জানিয়ে দেয়, প্রয়োজনে শূন্যপদ তৈরি করে বঞ্চিত প্রার্থীদের নিয়োগ দিতে হবে। 

Comments are closed.