প্রায়ত ‘১ টাকার ডাক্তারবাবু’ শ্রদ্ধা জানাতে বাজার বন্ধ থাকল বোলপুরে 

সদ্য প্রয়াত হয়েছেন ‘১ টাকার ডাক্তার’ নামে পরিচিত সুশোভন ব্যানার্জি। মন খারাপ বোলপুরবাসীর। ডাক্তারের প্রয়াণে অনেকেই বলছেন, তাঁরা যেন অভিভাবককে হারিয়েছেন। ১ টাকার ডাক্তারবাবুকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ১ দিনের জন্য বাজার বন্ধের সিধান্ত নিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি। কাঁচা সব্জির দোকান ছাড়া এদিন বাজারের সব দোকানই বন্ধ ছিল। 

দীর্ঘ ৫৭ বছর মাত্র ১ টাকার বিনিময়ে চিকিৎসা করে গিয়েছেন সুশোভন ব্যানার্জি। যার কারণে সারা বোলপুর বাসীর কাছেই তিনি ‘১ টাকার ডাক্তার’ নামে পরিচিত ছিলেন। তাঁর এই মহৎ কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। সুশোভন ব্যানার্জির প্রয়াণে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

প্রসঙ্গত, দীর্ঘ কয়েকমাস কিডনির সমস্যায় ভুগছিলেন সুশোভন ব্যানার্জি। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে দুর্গাপুরের এক হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ যেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোলপুরের ১ টাকার ডাক্তার। 

Comments are closed.