৮ বছরের ছোট্ট মেয়েকে প্রধানমন্ত্রীর প্রশ্ন ‘তুমি কি আমাকে চেনো’? উত্তর শুনে হেসে ফেললেন মোদী

মধ্যপ্রদেশের সাংসদ অনিল ফিরোজিয়া বুধবার তাঁর ৮ বছরের মেয়েকে নিয়ে সংসদে গিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমবার দেখা হয় সাংসদের ৮ বছরের মেয়ে অহনার। মোদী অহনাকে প্রশ্ন করেন, তুমি কি আমাকে চেনো?, উত্তরে অহনা জানায়, হ্যাঁ তুমি মোদী জি। আমি তোমাকে চিনি। টিভিতে তোমাকে দেখা যায়। তুমি লোকসভায় কাজ কর। এই উত্তর শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী মোদী। একটা চকোলেট উপহার দেন ছোট্ট অহনাকে। এরপরেই ওই ঘর থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

কয়েকদিন আগে মধ্যপ্রদেশের উজ্জানির সাংসদ অনিল ফিরোজিয়া কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির কাছে ওজন কমানো নিয়ে একটি চ্যালেঞ্জ করেছিলেন। গডকরি তাঁকে ফিট হওয়ার জন্য চ্যালেঞ্জ করার পর তিনি ওজন কমানোর দিকে মন দেন। মন্ত্রী সাংসদকে প্রতি কিলো ওজন কমাতে পারলে ১০০০ কোটি টাকা দেওয়ার কথা বলেছিলেন। নিজের নির্বাচনী এলাকায় কাজের জন্য এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এই কথা শোনার পর সাংসদ নিজের ওজন কমানোর জন্য শুরু করেন ডায়েট প্ল্যান। সাইকেল চালানো, সাঁতারের পাশাপাশি যোগব্যায়ামও শুরু করেন তিনি। জড়িত ছিলেন বলে জানা গেছে।

Comments are closed.