আইসিসি চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গাঙ্গুলী! নির্বাচনের নিয়ম বদল হতেই পথ অনেক মসৃন

বহুদিন ধরে জল্পনা চলছিল। আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন সৌরভ গাঙ্গুলী। আইসিসি চেয়ারম্যান কে হবেন, ১৩ নভেম্বর মেলবোর্নে ঠিক হবে। আইসিসি চেয়ারম্যান হওয়ার নির্বাচনে কিছু বদল আনা হয়েছে। এরফলে বাংলার দাদার এই পদে আসার পথ অনেকটাই মসৃন হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৬ সদস্যের মধ্যে ৯ জনের ভোট পেলেই আইসিসি চেয়ারম্যান হতে পারবেন সৌরভ। আগে নিয়ম ছিল, আইসিসি চেয়ারম্যান হতে গেলে শুধু সংখ্যা গরিষ্ঠতা নয় দুই তৃতীয়াংশ সদস্যের ভোট পেতে হত। কিন্তু সেই নিয়মে বদল আনা হয়। আইসিসি বোর্ডের সদস্য সংখ্যা ১৬। চেয়ারম্যান হতে গেলে ১১ জনের ভোট পেতে হবে। কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই চেয়ারম্যান হওয়া যাবে। সেইক্ষেত্রে ৯ জনের ভোট পেলেই চেয়ারম্যান হতে পারবেন ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতন দেশের ক্রিকেট বোর্ড সৌরভকে সমর্থন করবে বলে মনে করা হচ্ছে। পিসিবি প্রধান রামিজ রাজার সঙ্গে সৌরভের সম্পর্ক ভালো হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডও সৌরভকে সমর্থন করবে বলে মনে করা হচ্ছে। তবে সৌরভ যদি নতুন চেয়ারম্যান হন, তবে তিনি এই বছর ১ ডিসেম্বর থেকে আগামী ২ বছর আইসিসি চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

যদিও এই বিষয়ে এখনই কিছু বলেননি সৌরভ গাঙ্গুলী। এখন বিসিসিআই সভাপতি পদে আছেন সৌরভ গাঙ্গুলী। এখন লন্ডনে আছেন তিনি। অন্যদিকে আইসিসির পুরুষদের কমিটিতে জায়গা পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মন।

Comments are closed.