৩১ শে জানুয়ারি উদ্বোধন কলকাতা বই মেলার, বসছে তিন দিনের সাহিত্য উৎসবের আসর

আগামী ৩১ শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলার। ওই দিন সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বই মেলায় এবারের ফোকাল থিম কান্ট্রি গুয়াতেমালা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুয়াতেমালার রাষ্ট্রদূত জিওভানি ক্যাস্টিলো, সে দেশের প্রখ্যাত সাহিত্যিক ইউদা মরালেস।
সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বই মেলার মূল উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, এবারের মেলায় অংশ নিচ্ছে বিশ্বের ২৬ টি দেশ। থাকছে বাংলাদেশের ৪১ টি প্রকাশনা সংস্থা। আসবেন বিভিন্ন দেশের একাধিক লেখক-সাহিত্যিক। এবারের মেলায় প্রায় ৬০০ টি বইয়ের স্টল ও ২০০ টি লিটল ম্যাগাজিন স্টল থাকছে। এবারের বই মেলায় শ্রদ্ধা জানানো হচ্ছে সদ্য প্রয়াত চার বাঙালি লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিব্যেন্দু পালিত, অতীন বন্দ্যোপাধ্যায় এবং পিনাকী ঠাকুরকে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের মেলা উপলক্ষ্যে বিশেষ মোবাইল অ্যাপ আনা হচ্ছে। যার মাধ্যমে সহজে চিহ্নিত করা যাবে যে কোনও বইয়ের স্টল।
এবার বই মেলায় বিশেষ সম্মান প্রদান করা হবে সাহিত্যিক মনিশংকর মুখোপাধ্যায়কে (শংকর)। থাকছে লেপচা জন গোষ্ঠীর উপর বিশেষ ফোকাস। বইপ্রেমীদের উৎসাহ দিতে থাকছে বিশেষ লটারির ব্যবস্থা। যার মূল স্লোগান ‘ বই কিনুন, জিতুন বইয়ের লাইব্রেরি’। এই বিশেষ লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে চার জন্য বিজেতাকে। যাদের প্রত্যেককে দেওয়া হবে এক লক্ষ টাকার বই ও স্পেশাল বুক শেল্ফ।
বই মেলার অংশ হিসাবে মেলা প্রাঙ্গনেই এবারের কলকাতা সাহিত্য উৎসব শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Comments are closed.