BREAKING: কী ঘটেছিল শীতলকুচিতে? ভিডিও শেয়ার করলেন ডেরেক ও’ব্রায়ান

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন মঙ্গলবার ট্যুইটে কলকাতা টিভির একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। ভিডিও ফুটেজটি শীতলকুচির বলে দাবি সাংসদের।

ভিডিও ফুটেজ শেয়ার করে ডেরেক লেখেন, এই ফুটেজ মোদী, শাহ এবং কমিশনের পর্দা ফাঁস করছে। শীতলকুচিতে ঠান্ডা মাথায় কয়েকজন নির্দোষ নাগরিককে গুলি করে খুন করা হয়েছে।

ফুটেজটিতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন উত্তেজিত জনতা হাতে লাঠি নিয়ে বুথের পাশে ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন। চিৎকার, কান্না ভেসে আসছে। কিছুক্ষন পরেই দেখা যায় দু’জন রাস্তায় পড়ে। তাঁদের মধ্যে একজনের বুক রক্তে ভেসে যাচ্ছে। ভিডিওতে মাঝে দু’একবার গুলির শব্দও শোনা যায়।
ভিডিওটির সত্যতা TheBengalstory যাচাই করেনি।

Comments are closed.