বিজেপি সরকারকে উৎখাত করে ফের ব্রিগেড সমাবেশের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী দিন ভারতবর্ষে নতুন সরকার হবে, তারপর মানুষকে ধন্যবাদ জানাতে আবার ব্রিগেড সমাবেশ হবে, ১৯ শে জানুয়ারির ঐতিহাসিক সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার ব্রিগেড সমাবেশ থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়ে ফের ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সেই ব্রিগেড সমাবেশেও সমস্ত দল আসবে।
বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, দেশ যদি এক রাখতে চান তবে বিজেপিকে বাদ দিন। ওরা গেলেই দেশের মঙ্গল। ওরা আগে যাক, তারপর আমরা বসে ঠিক করে নেব প্রধানমন্ত্রী কে হবেন, ব্রিগেড সমাবেশ থেকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সব বিজেপি বিরোধী দলকে এক করে দেশে নতুন সরকার গড়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী।
মমতা বললেন, সবাইকে এই বিজেপি সরকার সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। অখিলেশকে ভয় দেখাচ্ছে, তেজস্বীকে ভয় দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। এসব করে কোনও লাভ নেই।
আগামী দিন বিজেপি যেখানে মিটিং করবে তার পরের দিন সেখানে পালটা মিটিং করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন মমতা।

Comments are closed.