মোদীর বায়োপিক বন্ধের নির্দেশিকা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য, বন্ধ হতে পারে সম্প্রচার

বুধবারই নির্বাচন কমিশনের নির্দেশে ভোট শেষ হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকের মুক্তি ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য বলে সূত্রের খবর।

মোদীর বায়োপিকের ব্যাপারে কমিশনের তরফে জানানো হয়েছে, কারও জীবনের উপর ভিত্তি করে তৈরি বায়োপিকের বিষয়বস্তু উদ্দেশ্যপ্রণোদিত বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে। নির্বাচনের সময় এটা রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই নির্বাচনী আচরণ বিধি বলবৎ থাকা পর্যন্ত এই ছবি সিনেমা হল বা বৈদ্যুতিন মাধ্যমে দেখানো উচিত নয়। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, নমো টিভির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তাই এক্ষেতেও সেই চ্যানেল সম্প্রচার বন্ধ করা হতে পারে। কমিশন সূত্রের খবর, নির্বাচনী আচরণ বিধি জারি থাকা অবস্থায় এই চ্যানেল দেখানো যাবে না।

Comments are closed.