আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

সোমবারই হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বারবার চিকিৎসকদের কাছে বাড়ি ফিরে যাওয়ার আবেদন করছেন। রবিবার রাতে তাঁর ভালো ঘুম হয়নি। তাই সোমবার সকালে তিনি ঘুমোচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠলেই তাঁকে রিলিজ করার প্রক্রিয়া শুরু করা হবে বলে উডল্যান্ডস সূত্রে খবর। একই কথা জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিমও। বুদ্ধদেববাবুর হাসপাতালের খরচ গোটাটাই পার্টির তরফে দেওয়া হবে বলেও জানিয়েছেন মহম্মদ সেলিম।

বুদ্ধদেববাবুকে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এই আঁচ করে এদিন সকাল থেকেই তাঁর জন্য নির্দিষ্ট অ্যাম্বাসেডর রাখা ছিল হাসপাতালের পার্কিংয়ে। শেষ পর্যন্ত ডাক্তাররা তাঁকে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রের খবর, রবিবার রাতে তিনি বাই প্যাপ নিতে অস্বীকার করেন। তাই সোমবার সকালে তাঁকে বাই প্যাপ দেওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, বুদ্ধদেববাবু আগের চেয়ে ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Comments are closed.