রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় ফের মুকুল রায়কে তলব করল কলকাতা পুলিশ। সোমবার বিকেলে তাঁকে বেহালার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের দফতরে আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার যে অভিযোগ দায়ের হয়েছে, সেই এফআইআরে নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। সেই প্রেক্ষিতেই তাঁকে জেরা করতে চাইছে পুলিশ, বলে লালবাজার সূত্রে খবর।
রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। সম্প্রতি বেহালার সরশুনা থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় এক বিজেপি নেতাকে। সেই এফআইআরে নাম ছিল মুকুল রায়েরও। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সোমবার বিকেলে তাঁকে বেহালার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে আসতে বলা হয়েছে। তবে এবিষয়ে বিজেপি নেতা মুকুল রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।