আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, আপাতত থাকতে হবে হাসপাতালেই, জানাল মেডিক্যাল বোর্ড

আগের চেয়ে ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার ফের বুদ্ধবাবুর এক্স-রে করা হবে। তবে এখনই স্ক্যান করার প্রয়োজন অনুভব করছেন না ডাক্তাররা। আপাতত কয়েকদিন তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে অ্যান্টিবায়োটিক ও নেবুলাইজার চলছে। শরীর থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বের করতে মাঝেমাঝেই দেওয়া হচ্ছে বাই প্যাপ।

হাসপাতাল সূত্রে খবর, দুপুরে খাবার খেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তচাপ রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিকেল ৪ টে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধদেববাবুর চিকিৎসকদের বোর্ড জানায়, শনিবার রাতে তাঁকে ফের এক ইউনিট রক্ত দেওয়া হতে পারে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল, কম ছিল রক্তচাপও। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে যায়। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে বুদ্ধদেববাবুকে এক ইউনিট রক্ত দেওয়া হয়। শনিবার সকালে আরও এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। এখন রক্তচাপের কিছুটা উন্নতি হলেও একেবারে বিপদমুক্ত নন তিনি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সিপিএমের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর নিতে উডল্যান্ডস হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, কলকাতার নগরপাল অনুজ শর্মা প্রমুখ। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Comments are closed.