কেন্দ্রের এক্সপেয়ারি ডেট পেরিয়ে গেছে, এই বাজেট ভ্যালুলেস, বললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেটের নামে কেন্দ্র রাজনীতি করছে। মোদী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, নোটবন্দি এবং জিএসটির পরে দেশে আর্থিক জরুরি অবস্থা চলছে। দেশে বেকারি বেড়েছে। কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্ককে ধ্বংস করেছে এই সরকার। তিনি বলেন, এই বাজেট ভোটের আগে লোককে দেখানোর জন্য। তা কখনই বাস্তবায়িত হবে না। কারণ, কেন্দ্রীয় সরকারের আয়ু শেষ হয়ে গিয়েছে। এখন নতুন সরকার এসে বাজেট পেশ করবে।
Related Posts
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আজ বিজেপি ক্ষমতায় আছে, কাল থাকবে না। ভারত ফেডারেল রাষ্ট্র, কিন্তু রাজ্যকে এড়িয়ে সমান্তরাল সরকার চালাচ্ছে কেন্দ্র।
মমতা বলেন, বিজেপি জানে ওরা আর ফিরে আসবে না, তাই বাজেটের নামে মিথ্যে কথা বলছে বিজেপি। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকার চিট ফান্ডে পরিণত হয়েছে। এই বাজেটের কোনও গুরুত্ব নেই।
Comments