বাসের ভাড়া বৃদ্ধি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিক সংগঠনের

১০ টি দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে

রাজ্যে করোনার জেরে বন্ধ হয়েছে লোকাল ট্রেন। বাস-মেট্রো ছাড়পত্র চলছে অর্ধেক। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মন্দার বাজারে বাসের ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজ্যের একাধিক বাস সংগঠন।

এ দিন ‘সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতি’ এবং ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি জানায়। চিঠিতে উল্লেখ ছিল, বাসের ন্যূনতম ভাড়া বাড়ানো হোক। পাশাপাশি, করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া কর ছাড়ের মেয়াদ বাড়ানো ছাড়াও ১০ টি দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়।

গতবছর লকডাউনের সময়েও বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে মমতাকে চিঠি লেখে বাস মালিক সংগঠনগুলি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। নবান্ন থেকে করোনা নিয়ে বড়সড় পদক্ষেপে রাস্তায় কমেছে নিত্যযাত্রীর সংখ্যা। এই অবস্থায় ফের উঠল বাস ভাড়া বৃদ্ধির দাবি।

Comments are closed.