একটি তুলসী পাতার ওপর মনীষীদের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম হাওড়ার বাসিন্দার, বাংলার নাম উজ্জ্বল করলেন তিনি

ছোট্ট একটি তুলসী পাতার মধ্যে মনীষীদের ছবি ফুটিয়ে তুলেছিলেন হাওড়া জেলার বাগনানের বাসিন্দা শুভজিৎ দাস। আর এই অসাধ্য সাধনের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেললেন তিনি। মোট মোট ২৮ টি তুলসী পাতার ওপর স্বাধীনতা সংগ্রামী, বিভিন্ন মনীষী ও দেবদেবীর ছবি এঁকেছিলেন তিনি।

ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি নেশা শুভজিতের। এখন বাংলায় অনার্স করছেন তিনি। শুভজিত জানিয়েছেন, মাত্র ৪ বছর বয়সে শিল্পী সুব্রত কর্মকারের কাছে আঁকা শেখার জন্য ভর্তি হন। এরপর বড় হওয়ার পাশাপাশি আঁকা ছাড়াও নানান ধরণের শিল্পকলার দিকে ঝোঁক বাড়ে তাঁর। হঠাৎ তাঁর মাথায় আসে ছোট পাতার মধ্যে ছবি আঁকতে পারলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। শুরু হয় বিভিন্ন ছোট পাতার মধ্যে ছবি আঁকার কাজ। মাইক্রো পেন্টিং নিয়ে অনুশীলন শুরু করেন। এরপর বিভিন্ন মনীষী, দেবদেবী ও স্বাধীনতা সংগ্রামীদের ছবি আঁকার কাজ শুরু হয়। গত ১২ নভেম্বর সেইসব শিল্পকলা পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দফতরে। এর কয়েকদিন পরই তাঁর ওই কাজকে স্বীকৃতি দেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।

আশ্চর্যের বিষয় হল একটি তুলসী পাতার ওপর ছবি আঁকতে সময় লেগেছে ২ থেকে ৪ মিনিট। পড়াশোনা, শিল্পকলার পাশাপাশি কীর্তন গান গাওয়া অন্যতম শখ শুভজিতের। তাঁর এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। ভবিষ্যতে এলাকার নাম আরও উজ্জ্বল করবেম শুভজিৎ বলে আশাবাদী প্রতিবেশিরা।

Comments are closed.