গুরুতর অসুস্থ, মেসিকে লিখলেন আবেগঘন চিঠি; নেট পাড়ায় ভাইরাল লিও’র প্রথম শিক্ষিকার বার্তা 

গুরুতর হার্টের অসুখে ভুগছেন। খুব বেশি হয়তো সময়ও নেই তাঁর কাছে। এই অবস্থায় প্রিয় ছাত্র লিও মেসিকে আবেগঘন চিঠি লিখলেন তাঁর স্কুল বেলাকার শিক্ষিকা মনিকা দমিনা। ইতিমধ্যেই নেট পাড়ায় ভাইরাল হয়েছে সেই বার্তা। 

নিজে গুরুতর অসুস্থ, এই অবস্থায় মৃত্যুর আগে একবার অত্যন্ত লিওকে জড়িয়ে ধরতে চান মনিকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে সেই আবেদন। মনিকা লিখেছেন, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তোমার শিক্ষিকা হওয়ার সুযোগ পেয়েছিলাম। আমার ছাত্র হওয়ায় জন্য তোমাকেও ধন্যবাদ। তুমি আগের মতোই একজন বিনয়ী, সাধারণ মানুষ হয়ে থেকেছ। নিজেকে পরিবর্তন করো না। ফাইনালের আগে মেসির উদ্দেশ্যে তিনি চিঠিতে লিখেছেন, তোমার হাসি মুখই দেখতে চেয়েছি সবসময়। আমাদের এরকম একটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ফাইনালের জন্য তোমায় অনেক শুভেচ্ছে।  তোমাকে আরেকবার জড়িয়ে ধরার ইচ্ছে রইল লিও। 

মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। শৈশবে জন্মস্থান ছাড়লেও রোজারিতে প্রাথমিক শিক্ষা শেষ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। সে সময় তাঁর স্কুলের শিক্ষিকা ছিলেন মনিকা দমিনা। ছোট্ট মেসির সঙ্গে কাটানো মুহূর্তে নিয়েই আবেগঘন পোস্ট করেছেন তিনি। যদিও মেসির কাছে সেই বার্তা পৌঁছেছে কিনা জানা যায়নি। 

Comments are closed.