চলতি সপ্তাহের শেষেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফিরবে শীত

চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে আসছে। এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানান, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে বলে আশা করা যায়। উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার জন্য তাপমাত্রা কমবে।

মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ছিল উত্তর ভারতের উপর। সেটি সরে যাওয়ার পর উত্তুরে হাওয়ার গতিবৃদ্ধির আশা করছেন আবহাওয়াবিদরা। তাঁদের অনুমান, উত্তর ভারত ছাড়িয়ে এর প্রভাব পূর্ব ভারতেও পড়বে। পূর্ব ভারতে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, এই দফার শীতের আমেজ কয়েকদিন থাকবে বলে তাঁরা আশা করছেন। জানুয়ারির গোড়ায় তাপমাত্রা কমলেও তা খুব একটা স্থায়ী হয়নি।

Comments are closed.