বিক্ষিপ্ত গোলমালের মধ্যে ৩ কেন্দ্রে শেষ উপনির্বাচন, বৃহস্পতিবার ফল ঘোষণা

রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন শেষ হল। বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গেলেও মোটের উপর শান্তিতেই মিটেছে ভোট। দুপুর ৩ টে পর্যন্ত ৩ উপনির্বাচন কেন্দ্রে ভোট পড়েছে ৬৪.৩৫ শতাংশ। দুপুর ৩ টে অবধি করিমপুরে ভোট পড়েছে ৭০.৬৩ শতাংশ, কালিয়াগঞ্জে ৬৫.৩ শতাংশ এবং খড়গপুর সদরে ভোট পড়েছে ৫৭.১১ শতাংশ। ফল ঘোষণা ২৮ নভেম্বর, বৃহস্পতিবার।

এদিকে করিমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে নিগ্রহ করা হয়। লাথির ঘায়ে বিজেপি প্রার্থী ছিটকে পড়েন ঝোপের মধ্যে। তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট লুঠের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। বিজেপি এনিয়ে কমিশনে অভিযোগ দায়ের করে। খবর যায় দিল্লির কেন্দ্রীয় কমিশন অফিসেও। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, সকাল থেকেই বুথে বুথে ঘুরে নাটক করছিলেন বিজেপি প্রার্থী, এটাও সেই সস্তা জনপ্রিয়তা পাওয়ারই কৌশল। ঘটনার খোঁজ নিতে দিল্লি থেকে উপ মুখ্য নির্বাচন কমিশনার ফোন করেন কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে।

এদিকে কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। স্ত্রী ইভিএমে বোতাম টেপার সময় তিনি ঠিক পিছনে দাঁড়িয়ে বলে দিয়েছেন বলে অভিযোগ। কমিশনের তরফে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।

Comments are closed.