হাইকোর্টে ধাক্কা, কোকেন কাণ্ডে রাকেশের বাড়ি ঘিরল বিশাল পুলিশ বাহিনী

রাকেশের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন নারকটিক্স সেলের অফিসাররা

মাদক মামলায় ধৃত বিজেপি নেত্রী পামেলা বারবার কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিংহের কথা বলেছেন। মামলার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হাতে নেওয়ার পরই বিজেপি নেতা রাকেশ সিংহকে ডেকে পাঠানো হয়। কিন্তু হাইকোর্টে মামলা করে আপাতত হাজিরা এড়ান বিজেপি নেতা। মঙ্গলবার হাইকোর্ট রাকেশ সিংহকে গ্রেফতারির ব্যাপারে রক্ষাকবচ দিয়ে অস্বীকার করে। তারপরই বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে রাকেশ সিংহের বাড়ি।

বাড়িতে ঢোকার চেষ্টা করলে রাকেশের ছেলে পুলিশকে বাধা দেন। পুলিশ দরজা ভেঙ্গে ঢোকার প্রস্তুতি নেয়। 

[আরও পড়ুন- ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, উদ্বোধনের ৩ দিনের মধ্যে ৫ লক্ষ শেয়ার]

গ্রেফতারের পর পামেলা অভিযোগ করেছিলেন, কৈলাস ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংহ তাঁকে ফাঁসিয়েছেন। এই ঘটনায় সোমবার নোটিস পাঠিয়ে লালবাজারে রাকেশকে ডেকে পাঠানো হয়। রাকেশ লালবাজারের হাজিরা এড়ান। এদিন তিনি দিল্লি যাচ্ছেন বলে জানান এবং লালবাজারে হাজিরার ক্ষেত্রে কিছু শর্ত রাখেন। বিজেপি নেতা হাইকোর্টেও একটি মামলা করেন। তাঁর আবেদন ছিল, বিজেপিতে যাওয়ার পর তাঁর নামে একাধিক মিথ্যে মামলা করা হয়েছে। লালবাজারে গেলে যেন তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলায় আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয়। তারপরই পুলিশের বিশাল বাহিনী রাকেশের বাড়ির দরজায় পৌঁছে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় দু’ঘন্টা পর রাকেশের বাড়িতে ঢুকতে কলকাতা পুলিশের নারকটিক্স সেলের অফিসাররা।পুলিশ জানিয়েছেন, রাকেশ সিংহের পরিবারের সদস্যরা চাইলে এই গোটা তল্লাশি অভিযানের ভিডিও করতে পারেন।   

Comments are closed.